খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে গাঁজা ও মোবাইল জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ৪৩বিজিবির অভিযানে গাঁজা ও মোবাইল জব্দ করা হয়েছে। জেলার রামগড়স্থ ৪৩বর্ডার গার্ড ব্যাটালিয়ন(রামগড় জোন) কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার(১৯শে জুন) আনুমানিক রাত ৩টার সময় রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) এর অধীনস্থ নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মো: মোবারক হোসেন এর নেতৃত্বে একটি টহল দল ভূজপুর থানার ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩৬কেজি ভারতীয় গাঁজা এবং ১টি মোবাইল ফোন জব্দ করে।

জব্দকৃত ভারতীয় গাঁজা পরবর্তীতে ধ্বংসের জন্যে ভূজপুর থানায় জিডি করে জোন সদরে জমা করা হয়েছে।
৪৩বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান, মাদকসহ যাবতীয় পাচার রোধে বিজিবি’র নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।