খাগড়াছড়ি মা‌টিরাঙ্গায় ‌বস্তা প‌রিবর্তন ক‌রে ওএমএ‌সের চাল আটক, গুদাম সিল গালা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গা উপজেলায় ‌বস্তা প‌রিবর্তন ক‌রে ওএমএ‌সের চাল কালোবাজা‌রে বি‌ক্রিকা‌লে আটক ক‌রে‌ছে স্থানীয় জনতা।

সোমবার(১০ই এ‌প্রিল) দুপুর‌রের দি‌কে মা‌টিরাঙ্গা উপজেলা হাসপাতা‌লের রাস্তায় মাথায় পরিবর্তিত বস্তা ভ‌র্তি চাল আটক ক‌রা হয়। এ সময় ওএমএস এর ডিলার হায়দার আলী চাল রে‌খে পালি‌য়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী আ‌নিছ জানায়, আ‌মি মস‌জি‌দের সাম‌নে দা‌ড়ি‌য়ে‌ছিলাম। ২জন লেভার চা‌লের বস্তা গু‌লো অ‌টো‌তে তু‌লে দি‌লে ক‌মিশনার বা‌ড়ির গেট পর্যন্ত যায়।

ডিলার হায়দার আলী অটোতে উ‌ঠে চাল নি‌য়ে অ‌টো‌যো‌গে দ্রুুত রব ডিলা‌রের দোকা‌নে ঢুকায়। এসময় আ‌মি পি‌ছে‌পি‌ছে গিয়ে ভি‌ডিও করলে আমার হা‌তে পা‌য়ে ধ‌রে। প‌রে চাল ভ‌র্তি বস্তা ফে‌লে রব‌ ডিলা‌রের দোকানের পিছন দি‌য়ে পা‌লি‌য়ে যায়।

গ্রাহক শাহ‌রিয়া আহ‌ম্মেদ বাবু জানান, চা‌লের জন্য এসে গুদামে তালা লাগা‌নো দে‌খে আ‌মি ফেরৎ যাই। কিছুক্ষন পর জান‌তে পারলাম রাস্তায় ওএমএ‌সের চাল আটক করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে ৮নং ওয়ার্ড ক‌মিশনার ‌তও‌ফিকুল ইসলাম কোন বক্তব্য দি‌তে রা‌জি হননি।‌

উপ‌জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈ‌লেন্দ্র লাল চাকমা ব‌লেন, কা‌লোবাজা‌রে চাল বি‌ক্রিকে কেন্দ্র ক‌রে স্থানীয় জনতার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে ও উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশ ক্রমে গুদাম সিল গালা করা হয়েছে।

স্থানীয় আ‌নি‌ছের অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে গ‌ঠিত তদন্ত ক‌মি‌টির প্রতি‌বেদন মোতা‌বেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হ‌বে।