চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান একটি বসতঘর পুড়ে ছাই কোটি টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টা ও ১টার দিকে উপজেলার মিঠাছরা উত্তর বাজার নজরুল ইসলাম টিপুর মার্কেটে ও উত্তর তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার আগে সব পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্থরা হলেন আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটারের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোড়াউন সহ ৯টি। এছাড়া মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় আব্দুল হাইয়ের টিনশেড ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খোকনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মহুর্তে ৮টি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছিনা।

মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরো বেশী ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধিন।