চট্টগ্রামে সাতকানিয়ায় টিলা কাটায় ১ লক্ষ ৩০ হাজার জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় টিলা কাটার অভিযোগে দুইজনকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জরিমানা গুনলেন- বিবিসি ব্রিকস ফিল্ডের ম্যানেজার ও চকরিয়া হারবাং এলাকার মৃত কবির আহমেদের ছেলে মনিরুল ইসলাম(৪৪)।অপরজন এওচিয়া ইউনিয়নের ছনখোলা ১নং ওয়ার্ডের নমী উদ্দিনের ছেলে নুরুল মোস্তফা (৪০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এওচিয়া ইউনিয়নের ছনখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে টিলা কেটে ইট ভাটায় মাটি ব্যবহার করার অপরাধে বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার মনিরুল ইসলাম ছোটন (৪৪) কে এক লক্ষ টাকা ও টিলা কেটে পুকুর বানানোর অপরাধে নুরুল মোস্তফা (৪০) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।