চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
“আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসকের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার ( ১ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। এ সময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সাবেক পরিচালক মোঃ শহিদুল ইসলাম, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর জেলা সমন্বয়কারী মোঃ আওরঙ্গজেব , অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুম, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিনিধি উসমান গনি, মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধি মোঃ মিলনসহ বিভিন্ন বিমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বীমার গুরুত্ব ও সুবিধা নিয়ে বিষয়ে আলোচনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন