নরসিংদীতে একদিনে ১৮১ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নরসিংদীতে একদিনে আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে পলাশ উপজেলায় মারা গেছেন একজন। বুধবার (২৮ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৬১৩ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৭১ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৭৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ১২৬ জন ও ৯১ জনের আরটিপিসিআর পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৯ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ২৩ জন, মনোহরদীতে ৪২জন, শিবপুরে ৩৯ জন ও পলাশে ১৯ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ৩৭৭২ জন, শিবপুরে ৭০৭ জন, পলাশে ১০৫৮ জন, মনোহরদীতে ৩৫১ জন, বেলাবোতে ৩৭৩ জন ও রায়পুরাতে ৩৫২ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৬৩২ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৫৬১ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ০৭, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৫ ও শিবপুরে ০৯ জন।