নরসিংদীতে চব্বিশ ঘন্টায় ১৪৭ জনের করোনা শনাক্ত

নরসিংদীর ছয়টি উপজেলায় গত চব্বিশ ঘন্টায় ৩৯১টি নমুনা পরীক্ষায় আরও ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৩৭.৬০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬০ জন, পলাশ উপজেলায় ১২ জন, শিবপুর  উপজেলায় ৩২ জন, বেলাব উপজেলায় ১১ জন, মনোহরদী উপজেলায় ১৪ জন ও রায়পুরা উপজেলায় ১৮ জন।

এ নিয়ে নরসিংদী জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৭ হাজার ৩৯ জন, মৃত্যু ৭১ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৩৩ জনসহ মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৫ হাজার ৮২ জন। আজ শুক্রবার (৩০ জুলাই ) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরল ইসলাম এসব তথ্য জানান।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৯৬৪ জন, শিবপুর উপজেলায় ৭৭২ জন, পলাশ উপজেলায় ১ হাজার ১১৯ জন, মনোহরদী উপজেলায় ৩৭০ জন, বেলাব উপজেলায় ৪২৭ জন ও রায়পুরা উপজেলায় ৩৮৭ জন।

বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭৪ জন ও সন্দেহজনক রোগী ৪০ জনসহ মোট ১১৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন ও রেফার্ডকৃত ২ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৯ জন করোনা রোগীকে ছাড়পত্র প্রদান করা হয় এবং ১ জন সন্দেহজনক করোনা রোগীর মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৭ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও শিবপুর উপজেলায় ৯ জন।