নরসিংদীতে ৫৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন—১১ সিপিএসসি নরসিংদী এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী পৃথক দুইটি অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে মামলা রজু করতে জেলার রায়পুরা থানায় হস্তান্তর করেছে।

র‌্যাব—১১, সিপিএসসি, নরসিংদী সিনিয়র সহকারী পরিচালক ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান রবিবার(২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারী—২০২৪ ইং তারিখে বিকেল পৌনে ৩টায় এবং পৌনে ৫টায় র‌্যাব—১১, সিপিএসসি নরসিংদী এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মরজাল এলাকায় অভিযান পরিচালনা করে পৃথকভাবে ৩৭ কেজি গাঁজাসহ ০২ জন এবং অপর অভিযানে ২০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো ১। মোঃ মিঠু (২৮) পিতা মৃত হোসেন আলী, মাতা—মোকতারা সাং—মমিনপুর, থানা—চুনারঘাট, জেলা—হবিগঞ্জ, ২। ড্রাইভার মোঃ সেলিম আহাম্মেদ হোসেন (৩৬) পিতা— বাবুল আক্তার, মাতা—সায়মা বেগম সাং—বিরাহীম, থানা—পীরগাছা, জেলা—রংপুর, ৩। মোঃ জুয়েল (২০), পিত—মোঃ ওয়াজেদ আলী, সাং—কলাকান্দা, থানা—দেওয়ানগঞ্জ, জেলা—জামালপুর। এসময় তাহাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও ০১ টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজসে নিয়মিত সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১/০১/২০২৪ তারিখে উল্লেখিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও ক্রয়— বিক্রয়ের সময় তাহাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাব—১১