নাজমা আহমেদ এর কবিতা ‘শহুরে জীবন’

শহুরে জীবন

নাজমা আহমেদ

যান্ত্রিকতার চার দেয়ালে কয়েদখানায় জীবন পার,
অলি গলির কুঠীর মহল শহর পাড়ার অঙ্গীকার।।

স্বপ্ন গড়ার হাতছানিতে এই জীবনের আলিঙ্গন,
বন্দি মনের অভিযানে গন্তব্যের পথে বিচরণ।।

লোকালয়ের পথের ফাঁকে উঁচু নিচুর আনাগোনা,
পথশিশুর আর্তনাদে ঝাপসা হয় চোঁখেরকোণা।।

পিচঢালা সব পথের ধারে রাতটি করে পার,
চোখ নিরবে অশ্রু ঝরাই দেখে পথিকের হাহাকার।।

নগরপ্রিয় মানুষগুলোর বিলাসবহুল জীবনচাষ,
জীর্ণশীর্ণ বস্তিবাসীর গাছতলাতে বসবাস।।

সরু পথে পলক রেখে স্বপ্ন ছোঁয়ার বাধছি বুক,
নিত্য ভোরে বদলিয়ে যায় এই শহরের নতুন রুপ।।

নাজমা আহমেদ
কাঞ্চনা, সাতকানিয়া, চট্টগ্রাম
ছাত্রী, (মাস্টার্স) চট্টগ্রাম কলেজ