নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৯

নেত্রকোনা মদন উপজেলা কাইটাইল ইউনিয়নে জয়
পাশা গ্রামে (১৬ ফেব্রুয়ারী) সকালে ভেকু দিয়ে গনেশ হাওর থেকে মাটি আনায় গ্রামের রাস্তা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৯ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে অবস্থা খারাপ থাকায় একই গ্রামের আবুল খায়ের, ছেলে জুয়েল (২৫) কে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতরা হলেন পুতুল(৫৫) রবিন (১৪) সুমন মিযা(২৪) জমিলা(৬০) শাহীন(৩৪) জুয়েল (৫৫) সবুজ (৬৪) সায়েক(২৪) নয়ন মিয়া(৪২)ওয়াজিদ (৩৫) শহীদ(৫৫) নূরু মিয়া(৬০) তাজু(৪৮) মাহাবুব(৫৫) সবুজ মিয়া(৬৪) রতন মিয়া(৫০) আঃ লতিব(৫৫) আল- আমিন(৪৫)কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইটাইল ইউনিয়নের গণেশ হাওর হতে সাবেক ইউপি সদস্য লড়ী গাড়ী দিয়ে মাটি আনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা
ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নে জয়পাশা গ্রামে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে, উভয় পক্ষে কিছু লোক আহত হয়েছে, তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায়
অভিযোগ করেনি।