বগুড়ার শিবগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।

এরপর বেলা ১১টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সমূহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান রোমেল, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বায়জিদ প্রমুখ।

পরে বিভিন্ন স্তরে অংশগ্রহনকারী প্রতিযোগীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।