বগুড়া শিবগঞ্জে ধানী জমি দখল নিয়ে মারপিটে আহত-৮

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ৩০ বিঘা ধানী জমি দখল নিয়ে উভয় পক্ষের মারপিটে নারীসহ ৮জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এবিষয়ে এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে ৩০ বিঘা জমি নিয়ে গতকাল রোববার দুপুরে রাধাকান্তপুর গ্রামের হুমায়ূন কবির এর নেতৃত্বে শতশত লোকজন লাঠি-শোটা নিয়ে ওই জমিতে হালচাষ করতে গেলে পূর্ব সৈয়দপুর গ্রামের অসহায় আফজাল হোসেন ও সিরাজুল ইসলামসহ নারী পুরুষ একত্রিত হয়ে জমিতে চাষ দিতে বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির জেরে মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আফজাল হোসেন, সিরাজুল ইসলাম, আসলাম হোসেন, মিনি বেগম, সাবিনা বেগম, হামিদা বেগম এবং অপর পক্ষের জাহাঙ্গীর হোসেন, আবু জাফর, মজনু মিয়া আহত হয়। আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।

এব্যাপারে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, উল্লেখিত জমির যাবতীয় কাগজপত্রাদি আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষ হুমায়ূনগং প্রভাবশালী হওয়ায় জবর দখল করার চেষ্টা করছে। প্রতিকার পেতে আমরা থানায় অভিযোগ করেছি। আমরা অসহায় হওয়ায় প্রতিপক্ষরা বার বার আমাদের জমি বেদখল দেওয়ার চেষ্টা করছে।
অপর পক্ষ হুমায়ূন কবির মুঠোফোনে বলেন, জমির কাগজপত্রাদি আমাদের নামে থাকায় আমরা ভোগ দখল করছি। তবে আফজাল হোসেনসহ তার লোকজন অন্যায়ভাবে আমাদের বাঁধা প্রদান করছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।