বরিশাল নগরীর ২২ ও ২৩নং ওয়ার্ডে নৌকার মেয়র প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশাল নগরীর ২২ ও ২৩ নং ওয়ার্ড উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নৌর্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডঃবলরাম পোদ্দার,বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃআফজালুল করীম,বাংলাদেশ বার কাউন্সিল এর হাউস কমিটির চেয়ারম্যান এ্যাডঃ আনিছ উদ্দিন আহমেদ শহীদ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান।

এছাড়াও অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন,বিএমকলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। হালিম খান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি’র ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিচ উদ্দিন দুলাল,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার সহ আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।