ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন কারিকুলাম শিক্ষকদের সাতদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত

সারাদেশের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলায় সাতদিন ব্যাপী নতুন কারিকুলামের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়। (২৬ ডিসেম্বর) মঙ্গলবার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সমাপ্তি হয়।সার্বিক সহযোগীতায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান।

প্রশিক্ষণে ইসলাম শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার রায় বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রব তিনি অত্যন্ত দক্ষ ও সুন্দর ভাবে নতুন কারিকুলাম সম্পর্কে ইসলাম শিক্ষা বিষয়ের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি সরকারের শিক্ষাক্রম বাস্তবায়নে সকল প্রশিক্ষণ গ্রহণকারিদের সুন্দর ভাবে কেমলমতি শিক্ষার্থীদের পাঠদান করার আহবান করেন।

আবদুর রব আরো বলেন সম্মানিত শিক্ষক বৃন্দ যেন পাঠদানের সময় শিক্ষক গাইড অনুসরন করে। তাহলে শিক্ষাদান সহজ ও সুন্দর হবে।এসময় ঈশ্বরগঞ্জের সাকুয়া আদর্শ বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক মাস্টার ট্রেইনার হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক, হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মাস্টার ট্রেইনার হযরত মাওলানা মুহাম্মদ আবদুস সোবহান আকন্দ সুন্দর ভাবে প্রশিক্ষণ দেন।

অপরদিকে প্রশিক্ষনার্থী হিসেবে বিশ্বেশ্বরী সরকরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হয়রত মাওলানা মুহাম্মদ আবুল বাশার, রাজিবপুর উচ্চ বিদ্যালের সহকারি শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, হযরত মাওলানা মুহাম্মদ মুহব্বত উল্লাহ, হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম, হযরত মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান, হযরত মাওলানা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, ইসলাম শিক্ষা বিষয়ের ২৯ জন শিক্ষকবৃন্দ এবং এ উপজেলার অন্যান্য বিষয়ের ৫৯৭ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহণ করেন।