উদ্বোধনের অপেক্ষায় রাঙ্গামাটির রিজার্ভ বাজার দৃষ্টিনন্দন সেতু

শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে রাঙ্গামাটি সদরের বহুল প্রতিক্ষিত রিজার্ভ বাজার পুড়ান পাড়া সেতু।২০১৩ সালে নির্মান কাজ শুরু হওয়া এই সেতুর দিকে চেয়ে আছে রাঙ্গামাটি সদরের পুড়ান পাড়া, ইসলামপুর ও শরিয়তপুর এলাকার কয়েক হাজার বাসিন্দা।

সদরের খুব কাছে থেকেও বিছিন্ন ছিল পুড়ান পাড়া এলাকা।
এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল এই সেতু। সেতুর দাবীতে এলাকাবাসীরা মানববন্ধন ও করেছিল।

দীর্ঘ দিন পড় তাদের দাবী বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করছে।ফেরি বোটে পাড় হতে যেখানে ৩০-৪০ মিনিট অপেক্ষা করতে হতো সেখানে এখন ৫ মিনিটে পাড় হতে পারবে।

সেতু বাস্তবায়নকারী সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জানিয়েছেন, ‘শীঘ্রই ব্যবহারের জন্য খুলে দেয়া যাবে সেতু।’

সেতু বাস্তবায়ন আন্দোলনে নেতৃত্ব দেয়া যুবনেতা আব্দুল মান্নান বলেন, ‘অনেক আন্দোলনের পর পাওয়া সেতুর কাজ প্রায় শেষ, এতে কি যে ভালো লাগছে তা বুঝানো যাবে না।’

সেতু আন্দোলনে সহায়তাকারী সকলকে তিনি ধন্যবাদ জানান।

বহুল প্রতিক্ষিত সেতু বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসী উচ্ছাস প্রকাশ করেছেন।