শাহীনা রব স্মৃতি পদক ঘোষণা করলেন মোস্তফা কামাল মাহ্দী

শাহীনা রব স্মৃতি পদক ২০২২ ঘোষণা করলেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী। গতকাল (১৭ জানুয়ারী) সন্ধ্যায় তাঁর ফেসবুক আইডিতে ২০২২ সালের মনোনীত পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

পদকে মনোনীতরা হলেন, লোকমান হেকিম- (সমাজসেবায়), শাহাবুদ্দিন শিহাব – (ইসলামী সংগীতে ), মোঃ হানিফ সিকদার – (শিক্ষানুরাগী), প্রভাষক ডা. জাকির হোসেন -(চিকিৎসায়), সিনথিয়া জারা- (সাংবাদিকতায়), আসাদুজ্জামান খোকন- (শিক্ষকতায়), কবি আলাউদ্দিন আদর- (কবিতায়), সাইফুর রহমান তৌহিদ- (রাজনীতি ও সমাজসেবায়), সাহাব উদ্দিন শিহাব- (সংগঠক ও রাজনীতিতে), এইচ এম রফিকুল ইসলাম কামাল (ভিপি কামাল)- (সংগঠক), রকিবুল হাসান রিজন -(ক্রীড়াবিদ), সুজন হাসান শর্ত -(ব্লাড ডোনার সংগঠক), হাসান মাহমুদ – (সিটি সাংবাদিকতায), চিত্রশিল্পী মোহাম্মদ আলী- (চিত্রশিল্পী), মাওলানা মুফতি শাহাদাত হোসাইন – (শিক্ষকতায়), সিফাত উদ্দিন সুজন-(ছাত্র রাজনীতিতে), মোঃ জিয়া উদ্দিন- (মানবাধিকার সংগঠক), শেখ আশরাফুল ইসলাম সজীব – (মফস্বল সাংবাদিকতায়), আলামিন মুন্না – (অভিনয়ে)।

এছাড়াও আজীবন সম্মাননা পদকপ্রাপ্ত- পীরজাদা মাওলানা ক্বারী খন্দকার শহীদুল হক- (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিজ্ঞান ভিত্তিক আলোচক)।

শাহীনা রব স্মৃতি পদক এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল মাহ্দী বলেন, জানুয়ারীর শেষ দিকে অথবা ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মনোনীতদেরকে এ পদক প্রদান করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য , জাতীয় পত্রিকা দেশগ্রাম এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী তাঁর মরহুমা মা শাহীনা রব এর স্মৃতিকে অম্লান করে রাখতে ২০২২ সালের শেষ দিকে এ পদক প্রবর্তন করেন। শাহীনা বেগম ২০১৯ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুমার চার পুত্র সন্তানের মধ্যে মোস্তফা কামাল মাহ্দী দ্বিতীয়।