সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার ধারে ৫ হাজার তালগাছ রোপন করে এক ব্যক্তির দৃষ্টান্ত

কলারোয়ায় রাস্তার পাশে ৫হাজার তালগাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সিদ্দিক গাজী নামের এক ব্যক্তি। প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী হিসেবে তাল গাছ পরিচিত।
সিদ্দিক গাজী উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পাটুলিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী ও কৃষক।

অতিসম্প্রতি নিজের অর্থায়নে পাটুলিয়া গ্রামের মেঠো পথের দুই ধারে ও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা সদর অভিমুখ রাস্তার দুই ধারে ৫হাজারের অধিক তালগাছ ও তালগাছের বীজ রোপন করেছেন।

পরিবেশবান্ধব তাল গাছ রোপন প্রসঙ্গে সিদ্দিক গাজী জানান, ‘বজ্রপাত থেকে তাল গাছ আমাদের রক্ষা করে। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। অপরদিকে তাল গাছ রোপনে গ্রামীন জনপথ ঘন সবুজে আবৃত হয়ে মেঠো পথ সুন্দর ও নৈসর্গিক দৃশ্য ফুঁটে উঠবে।’

তিনি আরো বলেন, ‘যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি, সেই এলাকায় ঝড় ও বজ্রপাতে মানুষ ও পশু-পাখির মৃত্যুহার খুব কম।’

বাড়ির পাশে, রাস্তার ধারে, অনাবাদি ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এদিকে, সিদ্দিক গাজীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।