সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ভাষা শহীদের স্মরনে শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকালে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় কালো পতাকা উত্তোলন এবং প্রভাতফেরি শেষে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজর শিক্ষকগণ, দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।