সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চুরান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় দিনব্যাপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলকুচি পৌরসভার আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-০ গোলে চর দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

উক্ত খেলা পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। চুড়ান্ত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১গোলে চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-০ গোলে চর দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর ইউআরসি নাজিম কামরান, সন্মানিত অতিথি পৌর প্যানেল মেয়র-১ ইকবাল রানা, প্যানেল মেয়র-২ মাহবুবুল আজাদ তারেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাম কৃঞ্চ মজুমদার, কাউন্সিলর ফজলুর রহমান (ফজল) ইসমাইল হোসেন, মহিলা কাউন্সিলর স্বর্ণা পারভীন, নার্গিস বেগম ঊষা, শাপলা খাতুনসহ খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।