সিলেটে কৃষকের মুখে হাসি, ধান খেতে হলুদের ছোয়া

সিলেটে গত দুদিন ধরে বৃষ্টির ফলে বৃহত্তর সিলেট জুড়ে কৃষকের মুখে হাসি ফুঁটেছে। হাওর জুড়ে ধান খেতে সবুজের মধ্য হলুদের ধনের বীজের ছড়া ফুটতে শুরু করেছে। দেখা মেলছে বোরো ধানের প্রকৃত রূপ।

চৈত্রের প্রচন্ড গরম তাপের বৃষ্টিতে আগমন প্রকৃতির প্রশান্তির ছোয়া দিয়ে পরিবেশের ভারসাম্য অনেকটা ফিরে আসছে।

কৃষিবিদদের দাবী মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়াতে বোরো ধানের জন্য ভালো হয়েছে। ধান ক্ষেত্রে দীর্ঘ দিন শীতের শুকনতা থাকার ফলে জমি ফেটে গেয়েছিল। পানি পেতেই ধান খেতে নতুন রূপ ধারণ করছে।

সিলেটের বিভিন্ন হাওর এলাকা গুলো বছরে এক মাত্র বোরো ফসল ঘিরেই হাওরাঞ্চলের মানুষের যত স্বপ্ন। বহু প্রতীক্ষা ও ত্যাগের পর কৃষকদের বছর জুড়ে থাকা অভাব অনটন আর জমাট দুঃখ কষ্ট পেরিয়ে এবার কিছুটা হলেও হাসি ফুঁটেছে তাদে মুখে।

সিলেটের সুনামগঞ্জে বোরো ফসল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ আবদার রাখে। এ বছর হাওরর পারের মানুষ সোনালী ফসল ঘরে তুলতে স্বপ্নের জাল বুনছেন তারা।

তবে এবার কৃষকেরা জানান, এ বছর হয়তো আগাম বন্যার আগে বোরো ধান তুলা সম্ভব।