স্বামীর সঠিক নাম জানেন না রওশন!

পল্লীমাতা নামে নিজ দলের কাছে পরিচিত হলেও এই নেত্রীর কৃষিখাতে কোনো আয় নেই। তবে জমি রয়েছে ১ একরের বেশি।

পেশায় পুরোদস্তুর ব্যবসায়ী রওশনের নামে ২টি ফ্লাট ও ১টি বাড়ি রয়েছে, যার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।

বর্তমানে কিংবা অতীতে কখনও তার নামে কোনো ফৌজদারি মামলা হয়নি।

বাড়িভাড়া/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে বছরে রওশন আয় করেন ১২ লাখ ৪৯ হাজার ১০৪ টাকা। চাকরি থেকে বছরে পান ১২ লাখ ৬০ হাজার টাকা। শেয়ার/সঞ্চয়পত্র থেকে আয় ৮৮ লাখ ৩৪ হাজার ২৯৭ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে রওশনের কাছে নগদ টাকা রয়েছে ৫০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২৫ কোটি ৭০ লাখ ২৯ হাজার ২৩৩ টাকা। কোম্পানির শেয়ার কেনা আছে ৫০ হাজার টাকার। সঞ্চয়পত্র ৬০ লাখ টাকা।

রওশন এরশাদের তিনটি গাড়ি রয়েছে, যার মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা উল্লেখ করেছেন।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ একর জমির বেশি, যা থেকে আয় হয় ৩৩ লাখ টাকা। অকৃষি জমি ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ১৮ লাখ ৭৫ হাজার টাকা।