খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্নীতির অভিযোগে মডেল কেয়ারটেকারকে চাকরি থেকে অব্যাহতি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় দুর্নীতির অভিযোগে মডেল কেয়ারটেকারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে জেলার মাটিরাঙ্গা উপজেলা মডেল রিসোর্স সেন্টারের(ইসলামিক ফাউন্ডেশন) মডেল কেয়ারটেকার বেলাল হোসাইনকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।

মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক(কার্যক্রম ও প্রশাসন) মুহাম্মদ রফিক উল ইসলাম স্বক্ষরিত দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়েছে।

দপ্তর আদেশে বলা বলা হয়, গত ১১আগষ্ট ২০২২ইং মাটিরাঙ্গা উপজেলা মডেল রিসোর্স সেন্টারের(ইসলামিক ফাউন্ডেশন) মডেল কেয়ারটেকার বেলাল হোসাইন এর বিরুদ্বে আনিত অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা প্রমানিত হয়েছে।

এমতাবস্থায় কেয়ার টেকার এর পদ হতে অব্যাহতি প্রদান ও বহাল রাখার বিষয়ক ডিপিপির(ট) এর ৭৬ ও ৭৮নং অনুচ্ছেদ অনুসারে চাকুরী হতে অব্যাহতি প্রদানে জন্য নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো।

সে সাথে মডেল কেয়ার টেকারের পদটি শুন্য ঘোষণা করে নীতিমালা অনুসারে কেয়ার টেকার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও অনুরোধ করা হলো।