মাদারীপুরে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ওলামা মাশায়েখ সম্মেলন শেষ

মাদারীপুর প্রতিনিধি : শনিবার মাদারীপুরে তিন দিনব্যাপী ওলামা মাশায়েখ সম্মেলন আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ মুজাহিদ জাকিরীন কমিটির ব্যাবস্থাপনায় মাদারীপুর সদরের জামিয়া মাঠে আয়োজিত এ ওলামা মাশায়েখ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভরতের দেওবন্দ দা.বা. মাদারে ইলমী ঐতিহাসিক ইসলামী বিদ্যাপাঠ দরুল উলুম দেওবন্দ মাদরাসার সাবেক স্বানামধন্য নাজেমে তালিমাত আল্লামা কমর উদ্দিন দা. বা.। সম্মেলনের প্রধান আলোচক হিসেবে ছিলেন চরমোই পীর কামেল মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ওলামা মাশায়েখ সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ মধুপুরের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আলহাজ্ব মাও উবায়দুর রহমান খান নদভী, মাদারীপুর শিবচরের মুহতামিম জামিয়াতুস সুন্নাহ আলহাজ্ব মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, খুলনার পীর সাহেব আলহাজ্ব মুফতী মুহাম্মদ নরুল আমিন ও ঢাকার মুহতামিম জামিয়া রাহমানিয়া আরাবিয়া আলহাজ্ব মাওলানা মাহফুজুল হক।

ওলামা মাশায়েখ সম্মেলনটির চন্ডীবর্দ্দীর পীর সাহেব মাওলানা আলী আহমাদ চৌধুরী আরজগুজারের আরোও আমন্ত্রিত অতিথিরা ছিলেন।