চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বিড়ির পাতা জব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিরণগঞ্জ বিওপির নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৫৩ কেজি বিড়ির পাতা আটক করে। আটককৃত বিড়ির পাতার ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন