কুমিল্লায় গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক ১১তম পি জি টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

(২২ জুলাই) কুমিল্লার ” ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক ১১তম পি জি টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত কলেজের উচ্চ মাধ্যমিক ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, সাবেক উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক হাসান ইমাম মজুমদার, কোর্স পরিচালক একাদশ প্রশিক্ষণ কোর্স, শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ডক্টর মোঃ মনিরুজ্জামান শাহীন, কোর্স সমন্নয়ক। সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ জামাল নাসের, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাক আহমদ, উপাধ্যক্ষ, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লা।

গবেষণার ব্যাপারে বিশেষভাবে ধারণা দেন- মামুন সিদ্দিকী, গবেষক বাংলা একাডেমি। এ প্রশিক্ষণ কোর্স একমাস ব্যাপী ৩২ টি ক্লাসে সম্পাদিত হবে। এ কোর্স এর উদ্দেশ্য কুমিল্লায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা সম্পর্কে তথ্য সংগ্রহ ও গবেষণা করা।

উক্ত সভায় বক্তারা বলেন ,মুক্তিযুদ্ধ একটি বিশেষ শব্দ নয় একে , আমাদের হৃদয়ে ধারণ করতে হবে । আমাদের ছেলে মেয়েদের মধ্যে এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে।

উল্লেখ্য:-আমি মোঃ মমিনুল ইসলাম মোল্লা এই কোর্সে অংশ অংশগ্রহণ করেছি।