খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জেলাতে বাংলা নববর্ষকে বরণ উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যযাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: নাইমুল হক ও পৌরসভার মেয়র নির্মলেন্ধু চৌধুরীসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাটিরাঙ্গা উপজেলা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০উদযাপন উপলক্ষে মঙ্গল শেভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ ডেজী চক্রবর্তী।

এদিকে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা স¤প্রদায় ও বিভিন্ন বয়সী লোকজন ভিড় করতে থাকে উপজেলা পরিষদ চত্বরে। বর্ষবরণ উৎসবে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিনার(ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, বিভিন্ন স¤প্রদায়ের প্রতিনিধিসহ অনেকে অংশগ্রহণ করেন। এর পরপরই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

রামগড় উপজেলা: বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, থানার ওসি(তদন্ত) মো: ফখরুল ইসলাম, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীলসহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন।