গৌরীপুরে কিশোরকে মারধরের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে মোঃ রাহমাতুল্লা আলম (২২) নামের এক কিশোরকে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে পেট্রোল দুলাল গংদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটেছে উপজেলার চড়ালী নামক গ্রামে।

এ ঘটনায় কিশোরের বড় ভাই ঘটনার দিন রাতে চূড়ালী গ্রামের মৃত শমসের আলীর ছেলে পেট্রোল দুলালসহ ৬জনের নাম উল্লেখপূর্বক গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করে।
অন্য অভিযুক্তরা হলেন- চূড়ালী গ্রামের মৃত জাফরুল্লাহর ছেলে মোঃ লিটন মিয়া, মৃত শমসের আলীর ছেলে আব্দুর রাশিদ, ওহা রশিদের ছেলে বাবুল মিয়া, মোঃ বোরহান উদ্দিন ও মোঃ লিমন মিয়া।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টায় মোঃ রাহমাতুল্লাহ আলম কলতাপাড়া বাজার থেকে নিজ বাড়ি কলতাপাড়া গ্রামে যাওয়ার পথে চূড়ালী গ্রামে পৌঁছালে পেট্রোল দুলাল পিছন থেকে তাকে মোটর সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে অন্যান্য অভিযুক্তরা মাটিতে পড়াঅবস্থায়ই কিশোর রাহমাতুল্লাহকে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে অভিযুক্ত দুলাল বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।