চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির পাঁচশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ২২ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকৃত যুবদলনেতা রাজা তালুকদার, ছাত্রদলনেতা হাবিবুর রহমান, মৎসজীবি নেতা মোস্তফা কামাল, নজরুলসহ ২২ নেতাকর্মীকে রোববার সন্ধ্যায় জেলহাজতে প্রেরন করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার প্রায় পাঁচশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে। এদিকে এঘটনায় নামধারী কয়েকজন ও বাকীদের অজ্ঞাত দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, ঘটনার পর থেকে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার করে রোববার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) বিকালে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল ও ২৪ টি শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়। এদিকে চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এক প্রেসবিজ্ঞপ্তিতে আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন।