চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি প্রযুক্তি ও কৃষি মেলার সমাপনী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা ও কৃষি মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা সুনাইন বিন জামানের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে মেলার বিভিন্ন স্টলের কর্ণধারেরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। বেস্ট শপের স্বত্বাধিকারী হাফিজুর রহমান বলেন, উদ্যোক্তাদের যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তবে ভবিষ্যতে তারা তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে নিতে পারবে।
এ ব্যাপারে তিনি সভার অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বক্তারা বলেন, কৃষি ও কৃষক আমাদের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং কৃষির সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।
পরিশেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল ও স্বত্বাধিকারীকে কে ক্রেস্ট ও প্রত্যয়ন পত্র প্রদান করা হয় এবং কৃষি প্রদর্শনীতে যেসব কৃষক অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও পুরুষ্কৃত করা হয়।
উল্লেখ্য যে, গত (২৬ জুলাই) উপজেলা চত্ত্বরে শুরু হওয়া এ মেলায় অংশ নেয় ১৯টি স্টল এবং ৩০ জুলাই এর সমাপ্তি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন