নওগাঁওয়ে বিয়ের ১৬ দিনের মাথায় শোবার ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় নওগাঁর আত্রাইয়ে শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকরের মেয়ে। তারা মামাতো-ফুফতো ভাই বোন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ঈদ উল আযহার এক সপ্তাহ আগে পারিবারিকভাবেই মামাতো-ফুফতো ভাই-বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। তাদের সংসার ভালোই চলছিলো। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন স্বামী-স্ত্রী। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন।

তাদের ডাকাডাকিতে কোনো সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাসুমের গলায় গামছা ও লিমা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কারণে তারা আত্নহত্যা করেছেন। ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।