পটুয়াখালীর কলাপাড়ায় রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ১০ব্যবসায়ীকে অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে কলাপাড়া মাছ বাজার ও কাঁচা মালের আড়তে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ অর্থ দন্ড দেন।
এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সোলা বুটসহ সয়াবিন তেলের দাম বৃদ্ধি রাখায় ৩ মুদী দোকানী, অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২ মুরগী ব্যবসায়ী এবং শশা, লেবু বেগুনের দাম বৃদ্ধির দায়ে ৫ কাঁচামাল ব্যবসায়ীকে এ জরিমানা প্রদান করা হয়।
পুরো রমজান মাসজুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।