পুলিশ হত্যা মামলায় চট্টগ্রাম যুবদলের সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, ২৮ অক্টোবর রাজধানীতে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় আসামি মুরাদ চৌধুরী।

সোমবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় ১৬৭ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

সেই মামলার আসামি মুরাদ চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা ও রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা রয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আসামি মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনায় পুলিশের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলায় অংশগ্রহণ করে সে।