বগুড়ার শিবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

শিবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শিবগঞ্জ থানা, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুব সংহতি, ছাত্রসমাজ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, শিবগঞ্জ উপজেলা আ’লীগের পক্ষে উপজেলা আওয়াামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ, শিবগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ আব্দুর রউফ পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯.৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়াারম্যান ফিরোজ আহমেদ রিজু, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ফকির, আব্দুল বারী, সৈয়দ মির্জারুল আলম শাহজাদা চৌধুরী, শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডলসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।