ইউপি সদস্যদের প্রশিক্ষণের সনদ বিতরণ

বগুড়ার শিবগঞ্জে ছাত্রদলের সম্মেলন ও ইফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল বুধবার কিচক আইডিয়াল কে.জি স্কুলে অনুষ্ঠিত হয়।

কিচক ইউনিয়ন ছাত্রদল নেতা মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্য্যান শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ করিম, বিএনপি নেতা আবু তাহের, হারুন মাষ্টার, মাহবুবুর রহমান, অধ্যক্ষ আব্দুল আলীম, মহসীন হক, উপজেলা যুবদলের সেক্রেটারী খালিদ, রফিক, হাসান, এজাজুল, আরমান, ওহাব, পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহদী তমলা, আক্কাস, সুজন, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সিনিয়র সহ-সভাপতি শাকরুল আলম সীমান্ত, সাধারণ সম্পাদক মীর মুন, তারেক মিলু, আল আমিন, শাহ কামাল, সুজন, হুদয়, বুলেট, মাসুম, রনি প্রমুখ।

পরে সর্ব সম্মতিক্রমে মোঃ মামুনুর রশীদ মামুনকে সভাপতি, মোঃ রেজু আজম্মেদ কে সাধারণ সম্পাদক, রুবেল প্রধানকে সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম কে সিনিয়র সহ-সভাপতি, রাব্বী হাসান ও খায়রুল ইসলাম সিজুকে সহ-সভাপতি, যোবায়ের ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক, মোরশেদুল ইসলাম কে সহ সাংগঠনিক সম্পাদক করে কিচক ইউনিয়ন ছাত্রদলের ১০১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

শিবগঞ্জে ইউপি সদস্যদের ৩দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপী অবহিতকরণ কর্মশালা শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ।


বুধবার উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং জাতীয় স্থানীয় সরকার ইনন্টিটিউট (এনআইএলজি), ঢাকা আয়োজনে ৩ দিনব্যাপী “ ইউনিয়ন পরিষদে সম্পর্কিত অবহিতকরণ কোর্স” এর শেষ দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, উপ-পরিচালক জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষনার্থী ইউপি সদস্য ফারুক হোসাইন, কাজল, আব্দুল মতিন, জহুুল ইসলাম, ইমরান নাজির, সেলিম হোসেন সহ ১১টি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।