বগুড়ার শিবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গা পূজা সম্পন্ন

বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) ছিল বিজয়া দশমী। তবে দিন-শেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে ‘মা দূর্গা’র ভক্তদের হৃদয় সিক্ত করে তুলে। একই সঙ্গে পূজামন্ডপগুলোয় টানা পাঁচদিনের ঢাক-ঢোল আর বাজনা-বাদ্যের তাল-লয়ের সুরও কেটে যায়।

এর আগে আজ সকাল ১০টার মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেয়া হয়। দশমীতে বিভিন্ন পূজামন্ডপে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিঁন্দুর খেলায় মেতে ছিলেন ‘মা দুর্গা’ ভক্তরা।

এরপর পূজার সব আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়। সন্ধ্যায় মোট ৫৯টি পূজা মণ্ডপ থেকে দূর্গাকে বিসর্জনের উদ্দেশ্যে নিজ নিজ ইউনিয়নের পূর্ব নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্যে পৌরসভা এলাকার ৫টি প্রতিমাকে চিকাদহ মহাস্বশানে করতোয়া নদীতে ও শিবগঞ্জ ইউনিয়নের ১২টি প্রতিমাকে করতোয়া মদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।