ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।

৫ জুন সোমবার আবুল হোসেন সভাপতি, আবদুর রহমান সাধারণ সম্পাদক, আবু তাহের অর্থ সম্পাদক ও হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।জানাযায় ময়মনসিংহ অঞ্চলে কর্মরত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের এক সাধারণ সভা সোমবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র টিটিই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক।বক্তব্য রাখেন ময়মনসিংহ রেলওয়ে প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য,অবসরপ্রাপ্ত সিডব্লিউ আই হারুন অর রশিদ,অবসরপ্রাপ্ত এল এম হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত এওয়াই এম শাহজাহান, অবসরপ্রাপ্ত বুকিং সহকারী ক্যারেজ নূরন্নবী,অবসরপ্রাপ্ত আরএনবি আলহাজ্ব আবুল হাসেম ও দ্বীন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত সিনিয়র টিটিই লুৎফর রহমান তালুকদার ও এম এ মতিন,অবসরপ্রাপ্ত গার্ড বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, অবসরপ্রাপ্ত এল এম রতন মিয়া,অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবদুল কাদের প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান বুকিং সহকারী আলহাজ্ব মোঃ আবুল হোসেনকে সভাপতি, অবসরপ্রাপ্ত লোকো ইলেকস্ট্রিসিয়ান আলহাজ্ব মোঃ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত আর এন বি হাবিলদার মোঃ আবু তাহেরকে অর্থসম্পাদক ও অবসরপ্রাপ্ত এল এম হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।