যশোরের কেশবপুরের কেন্দ্রীয় কালী মন্দিরের উন্নয়নে মতবিনিময় সভা

যশোরের কেশবপুর কেন্দ্রীয় সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের উন্নয়নে মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় মন্দিরের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালী মন্দিরের উন্নয়নে মন্দির পরিচালনা পরিষদের আহবায়ক সুকুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বোর্ড অফ ট্রাষ্টি কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার।

এসময় মতামত প্রদান করেন মন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব মদন সাহা অপু, দুলাল চন্দ্র সাহা, চন্দ্র শেখর সাহা, পঙ্কজ দাস, শংকর পাল, স্বপন মুখ্যার্জী, শিবুপদ চক্রবর্তী, কনক সেন, সত্যজিৎ সাহা বুলু, উৎপল দে, টিটো সাহা, আশুতোষ মজুমদার প্রমূখ।

এসময় মন্দিরের বিগত বছরের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন কমিটির সদস্য শংকর পাল।

সভায় মন্দিরের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।