যশোরের মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

যশোরের মণিরামপুরে মাছের ঘেরে পানি দিতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস।

শাহিদুল ইসলাম বাগডাঙ্গা গ্রামের রজব আলীর ছেলে।
শহিদুল ইসলামের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন- গ্রামে শহিদুলের একটা মাছের ঘের আছে। ঘেরপাড়ের বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে তিনি সেখানে পানি দেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে ঘেরে পানি দিতে বাড়ি থেকে বের হন শহিদুল। পরে ৯টার দিকে পথচারীরা তাকে সেচঘরে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। বিষয়টি মণিরামপুর ফায়ার সার্ভিস দপ্তরে জানানো হলে তাদের কর্মীরা শহিদুলকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আমরা রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।