পিরোজপুরে বিআরটিসি বাসের চাপায় মটরসাইকেল আরোহী নিহত; থানায় অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কালাম মোটরসাইকেলে পাথরঘাটা মাছের আড়ৎ থেকে মাছ আনতে গিয়ে বিআরটিসি বাসের চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালামের ছেলে বাদী হয়ে শুক্রবার রাতে পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এদিকে গুরুতর আহত মটরসাইকেল চালক ওই একই এলাকার তৈয়েবুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবুল কালাম মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং তৈয়েবুর মৃত সোহরাব হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৬ টার দিকে পাথরঘাটা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস শতকর সোনার বাংলা এলাকায় একটি মটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এম্বুলেন্সযোগে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক মটরসাইকেল আরোহী কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং মোটরসাইকেল চালক তৈয়বকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনাটি পাথরঘাটা থানা এলাকায় ঘটেছে। মামলা হলে ওই থানায় হবে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান,এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। মামলার প্রক্রিয়া অব্যাহত আছে।