RDADP প্রকল্পের আওতায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টপওয়ার্কিং প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলার কনসাট ইউনিয়নের মোহনবাগে বৃহস্পতিবার (১১ই মে) RDADP প্রকল্পের আওতায় টপওয়ার্কিং প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১৫০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রদর্শনভুক্ত কৃষক আব্দুল মতিনের আম বাগানে উক্ত প্রকল্পের আওতায় লক্ষণভোগ জাত পরিবর্তন করে কার্টিমন জাতের টপওয়ার্কিং করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ (উপপরিচালক) কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (উপসহকারী) মোঃ সুনাইন বিন জামান।

সভায় ভক্তরা জানান, শিবগঞ্জ উপজেলায় টপওয়ার্কিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, বর্তমান উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে টপ ওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার হয়েছে।