আতঙ্ক ছড়িয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে ‘উড়ন্ত শহর’!

চীনের আকাশে ভেসে উঠল পুরো একটি শহর। আকাশচুম্বী বাড়িঘর সমেত গোটা এই শহরকে আকাশে ভেসে বেড়াতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন চীনের সেই শহরের বাসিন্দারা। চমকে যান উপস্থিত পর্যটকরাও। খবর এবিপির।

দ্রুত গুজব ছড়ায়, এই শহর এক সমান্তরাল বিশ্ব। অন্য কোনও টাইম ডাইমেনশন থেকে তা হঠাৎই প্রকট হয়ে উঠেছে। উপস্থিত মানুষ দলে দলে ভিডিও তুলে ফেলতে থাকেন তড়িঘড়ি। আবার অনেক কড়া বাস্তবাদী বলতে শুরু করেন, এটা শহর প্রশাসকদের তরফে ছাড়া একটা হলোগ্রাম মাত্র। এর আগেও নাকি চার বার এমন দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পরে অবশ্য জানা যায়, এটা নিছকই একটা প্রাকৃতিক ঘটনা। অতিপ্রাকৃত কিছুই নেই এর ভিতরে। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ফাটা মরগানা’। আবহাওয়া জনিত কারণে এমন দৃষ্টিভ্রম ঘটে। সমুদ্রে জাহাজ বা নৌকা নিয়ে এমন বিভ্রান্তি বহুবার হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়াজনিত কারণে আলোর গতিপথ বেঁকে গেলে এমন হতে পারে। এক্ষেত্রে শীতল, ঘন বাতাসের মধ্যে বহুতল বাড়িগুলির আলো বাঁকা ভাবে প্রতিফলিত হয়েই এই বিভ্রান্তির সৃষ্টি করেছে।