খাগড়াছড়ির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এজিইডি’র প্রধান প্রকৌশলী

খাগড়াছড়ি পার্বত্য জেলার জিওবি(GOB), এডিবি(ADB) ও OFID এর অর্থায়নে এলজিইডি’র অধীনে খাগড়াছড়ি পৌরসভায় বাস্তবায়য়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(UGIP-III) কার্যক্রম পরিদর্শন ও অগ্রগতির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ই জুলাই) সকাল ১১টার দিকে পৌর শহরের কুমিল্লা টিলা বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্প পরিদর্শন করেন। পরে শালবাগান বেগম ফজিলাতুন্নেছা পৌর আবাসন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী এনামুল হক, চট্টগ্রাম ও রাঙ্গামাটি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: তোফাজল আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ইউজিআই আইপি-৩ প্রকল্প পরিচালক একেএম রেজাউল ইসলাম, খাগড়াছড়ির এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: রকিবুল ইসলাম, অতিরিক্ত প্রকৌশলী রেবেকা হাসান, মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মো: শামসুল হক, খাগড়াছড়ি পৌর সচিব পারভীন খন্দকার, পৌর মেয়র(ভারপ্রাপ্ত) প্যানেল মেয়র-১ মো: শাহ আলম, প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ ছাড়াও কাউন্সিলর মো: মানিক পাটোয়ারি, মো: রেজাউল করিম, অতীশ চাকমা, মো: আব্দুল মজিদ, শাহেদা আক্তার, রিটন চাকমা, বাচ্ছু মণি চাকমাসহ কাউন্সিলর বৃন্দ, এলজিইডির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন আরো অনেকে।

এলজিইডির অধীনে খাগড়াছড়ি পৌরসভা বাস্তবায়নাধীন এলজিইডি তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ প্রকল্পের ইউজিআই আইপি-৩ কার্যক্রম পরিদর্শন ও অগ্রগতির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা আয়োজনে জিওবি,এডিবি এবং ও এফআইডি অর্থায়নে পৌর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়।