চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নতজাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক ও কৃষাণীদের নিয়ে উন্নত জাতের মসলা চাষের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ই মে) শুরু হয় এবং শুক্রবার (১২ই মে) দুপুরে শেষ হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ (উপপরিচালক) কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সুনাইন বিন জামানসহ উপসহকারী কর্মকর্তাবৃন্দ।

সভায় আলোচকবৃন্দরা দৈনন্দিন ব্যবহার্য মসলা যেমন আদা, রসুন, পিঁয়াজ, মরিচ, কালোজিরা, মেথি, হলুদ, লবঙ্গ, এলাচ, মৌরীসহ বিভিন্নরকমের মসলার উন্নত জাত ও এসবের উপকারী দিক তুলে ধরে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে সফলতা অর্জন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদের শিক্ষা দেন।

সমাপনী দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলা চাষে কৃষক ও কৃষাণীদের উদ্বুদ্ধ করেন।