দক্ষিণ উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি, জনমনে স্বস্তির নিঃশ্বাস

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে দক্ষিণ উপকুলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সকল বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর প্রভাবে এসব এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছধরা ট্রলার সমূহকে উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে উপকুলীয় এলাকায় গুড়ি বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। অসহনীয় তাপমাত্রার মধ্যে বৃষ্টির পশলায় গা ঝলসানো গরম কিছুটা কমে যাওয়ায় গা ভিজিয়ে নিচ্ছেন অনেকেই।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে বৃষ্টির আগমনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভিজে ভিজে পন্য বিক্রি করতে দেখা গেছে। আবার অনেকেই বলছেন, আবহাওয়া যেমনই হোকনা কেন রহমতের বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে টানা কয়েকদিন বৃষ্টিপাত হলে গরমের কবল থেকে মুক্তি পাওয়া যাবে বলছে সাধারণ মানুষ।

পৌরশহরের মাছ বিক্রেতা শানু মিয়া জানান, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট আর অসহনীয় গরমে শরীরটা প্রায় অর্ধসিদ্ধ হয়ে গেছে। তবে বৃহষ্পতিবার সকালে বৃষ্টি শুরু হলে গা ভিজিয়ে নিয়েছি। বলা যায় ছাতা ব্যবহার না করে ইচ্ছে করেই ভিজেছি। এখন স্বস্তি লাগছে।

রিকশা চালক হালিম জানান,রাতে গরমে ঘুমাতে পারিনি। সকালে বৃষ্টি দেখেই রিকশা নিয়ে বেরিয়ে পড়েছি। গায়ে বৃষ্টির ফোটা পড়ছে, ভিজতে খুব ভালো লাগছে। কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বর্তমানে ৬৫ দিনের অবরোধ চলছে। গভীর সমুদ্রে জেলেরা নেই। প্রতিকূল আবহাওয়ায় জেলেরা নিরাপদেই রয়েছে।