পটুয়াখালীর কলাপাড়ায় মাদকাসক্ত ছেলেকে অভিনব কায়দায় শাস্তি দিলেন বাবা

পটুয়াখালীর মহিপুরে মাদকাসক্ত ছেলেকে অভিনব কায়দায় শাস্তি দিয়েছেন পিতা। শনিবার সকালে মহিপুর সদর ইউপির স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত কিশোর শাওন (১৮) নেশাগ্রস্থ হয়ে মাতলামি করায় অতিস্ট হয়ে নদীর চরে তার হাত ও পা রশি দিয়ে বেধে এমন শাস্তি দেন পিতা ইউনুচ মিয়া।

স্থানীয় সূত্র জানায়, শাওন দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। ফলে সন্তানের অপকর্মের কারনে এলাকার বাসীন্দারা তার পিতার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছেন। সংবদ্ধ ভাবে মাদক সেবন করে মাতলামির ফলে এমন শাস্তি দেয়া হয় বলে জানান স্থানীয়রা। পরে এলাকার লোকজন নেশাগ্রস্ত শাওনের হাত ও পায়ের বাধন খুলে দেয়।

ওই কিশোরের পিতা ইউনুস মিয়া জানান, আমার ছেলের অন্যায় আচরনে অতিষ্ট হয়ে রশি দিয়ে বেঁধে শাস্তি দিয়েছি।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হাত পা বেধে কিশোর ছেলেকে শিক্ষা দেয়াটা অন্যায়। মাদকে বেশি ঝুকে পরলে অবশ্যই তাকে মাদক নিরাময় কেন্দ্রে নেয়া উচিৎ।