বগুড়ার শিবগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই স্বাধীনতা পেয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী।

এসময় বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ফকির, আলতাফ হোসেন মন্ডল, আব্দুল খালেক গাছু।

এতে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এসকেন্দার আলী সাহানা, আব্দুল মোত্তালিব মোল্লা, আবু জাফর, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গতঃ উপজেলার ৭৪জন মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট, উত্তরীয়, ক্যাপ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।