বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শরণখোলায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় আলোচনা সভা, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইএনও মো. জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছয়জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং চারজন নারীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।