বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়,২৯ জেলেসহ ২ ট্রলার ডুবি

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রবিউল নামে এক জেলে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকত থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে রবিউল রাঙ্গাবালী উপজেলার মৌডুবী গ্রামের রফিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সম্পাদক মো.রাজা মিয়া।

মৎস্য বন্দরের জেলেরা জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ হন রবিউল। ট্রলার ডুবির সময় রবিউল ইঞ্জিন রুমে থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় জেলেদের উদ্ধার করে নিয়ে আসার পর মহিপুর মৎস্য বন্দরে শোকের ছায়া নেমে আসে। জেলেদের কান্নায় ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ।

রাজা মিয়া জানান, উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। আগামীকাল ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু হবে।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, ট্রলার ডুবি এবং এক জেলে নিখোঁজের ঘটনা শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রলার দুটি উদ্ধারে আমারা জেলেদের সব ধরনের সহয়তা করবো।