মরহুম বজলার রহমান মিয়া’র ২৪ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সদর ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ (বর্তমান পৌরসভা) এর দুই বারের সাবেক সফল চেয়ারম্যান জনপ্রিয় বজলার রহমান ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয় ১০ শে ডিসেম্বর।

পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বজলার রহমান মিয়া বীরগঞ্জ নুরুল উলুম কাওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, বীরগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন।

তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবু হুসাইন বিপু’র পিতা।

যার অবদান ছিল বীরগঞ্জ মহিলা কলেজ ও বীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার হ্মেত্রে অন্যতম অবদান।

তিনি বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ২য় হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

১১নং মরিচা ইউনিয়নের বোঁচাপুকুর গ্রামে ঈশাত আলীর বাসায় প্রায় ৪ মাস আত্মগোপনে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

৭১ সালে পাক-হানাদার বাহিনী তাঁর নিজের চাচা আব্দুর রহিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ও তাঁর শ্বশুর ৪নং পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার হাফিজ উদ্দিন শাহ’কে প্রকাশ্যে গুলি করে, বুকে গুলিবিদ্ধ হওয়ার পরেও তিনি বেঁচে যান।(হাফিজ উদ্দিন শাহ’র স্মৃতিতে সেনগ্রামে শহীদ মিনার স্থাপন করা হয়।

তিনি ছিলেন অত্র এলাকার জনদরদী ও জনপ্রিয় একজন মানুষ। এই গুনী মানুষটিকে বীরগঞ্জবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরন করে।