ময়মনসিংহের গৌরীপুরে ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বুধবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

দাবিগুলো হলো- ন্যায্যমূল্যে সার নিশ্চিত করণ, বিএডিসির মাধ্যমে সার বিতরণ, ঢলতা প্রথা বাতিল করণ, গৌরীপুরে হিমাগার নির্মাণ, খাজনামুক্ত কৃষি বাজার, হোল্ডিং ট্যাক্স কমানো, ধানের দাম ১৫০০ টাকা ধার্য্য করা, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা, পশু ও মৎস্য খাদ্য ভেজাল মুক্ত করা, ৬০ ঊর্ধ্ব কৃষকদের নিঃশর্ত পেনশন চালু করা, বিদ্যুতের অনিয়ম বন্ধ করা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শষ্য বীমা চালু করণ।

গৌরীপুর উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিমাই গাঙ্গুলি।